সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের দামে হঠাৎ উত্থান দেখা গেছে। মাত্র একদিনে ২৪ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে ১০ দিরহাম, যা বিশ্ববাজারে চলমান অস্থিরতা ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার প্রভাব বলে মনে করছেন বিশ্লেষকেরা। খবর গালফ নিউজ
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে দুবাইয়ে প্রতি গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় ৫০৭ দিরহাম। সকালে দাম ছিল ৫০৩.৫০ দিরহাম। অর্থাৎ দিনের মধ্যে ৩.৫০ দিরহাম বেড়ে বিকেলে নতুন উচ্চতায় পৌঁছায় দাম। এদিকে মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ছিল ৪৯৭.৫০ দিরহাম।
অলংকার ক্রেতাদের মধ্যে জনপ্রিয় ২২ ক্যারেট স্বর্ণের দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। মঙ্গলবারের ৪৬০.৭৫ দিরহাম থেকে বেড়ে বুধবার বিকেলে দাঁড়ায় ৪৬৯.৫০ দিরহামে। সকালে দাম ছিল ৪৬৬.২৫ দিরহাম।
স্বর্ণবাজার সংশ্লিষ্টরা বলছেন, এই দ্রুত মূল্যবৃদ্ধি বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং মুদ্রার অস্থিরতার কারণে বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদে ঝোঁক বাড়ার ফলাফল।
আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম বর্তমানে প্রতি আউন্সে ৪ হাজার ১৯২.৪৫ ডলার, যা ক্রমাগত ঊর্ধ্বমুখী ধারা বজায় রেখেছে।
এদিকে, সংযুক্ত আরব আমিরাতে যারা স্বর্ণ কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই দামবৃদ্ধি বড় ধাক্কা। ২৪ ক্যারেট স্বর্ণের ১০ গ্রাম কিনতে এখন আগের দিনের তুলনায় প্রায় ১০০ দিরহাম বেশি খরচ হচ্ছে। একই পরিমাণ ২২ ক্যারেট স্বর্ণ কিনতে লাগছে প্রায় ৯০ দিরহাম বেশি।
বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা।
দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ২০৫ টাকায়। যা দেশের ইতিহাসে এক ভরি রুপার সর্বোচ্চ দাম। এছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৮০২ টাকায় বিক্রি হচ্ছে।