আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে হেফাজতে ইসলামের জোট হওয়ার সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেন, হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন— কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই।
সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, “নির্বাচনকে ঘিরে হেফাজতের কোনো স্বাধীন রাজনৈতিক কর্মসূচি বা জোট করার উদ্যোগ নেই। এটা আমাদের মৌলিক নীতির পরিপন্থী। আমাদের সংগঠনে বিভিন্ন রাজনৈতিক মতের দেশপ্রেমিক মানুষ থাকতে পারেন, কিন্তু তাদের ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় হেফাজতের নয়।”
ভোট ও মাজার ইস্যুতে অবস্থান
ভোট এবং মাজার ইস্যুতে সংগঠনের অবস্থান ব্যাখ্যা করে মামুনুল হক বলেন, “হেফাজতের আমির দেশের শীর্ষ আলেম ও মুরব্বি হিসেবে ধর্মীয় দিকনির্দেশনা দিয়ে থাকেন। ভোটের সময় সংগঠনটি তার নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ করবে।”
তিনি আরও বলেন, “আমির সাহেব তার জায়গা থেকে ধর্মীয় নির্দেশনা দিয়েছেন। ভোটের সময় আমরা সেই নির্দেশনার আলোকে অবস্থান পরিষ্কার করব।”
মাজারে সহিংসতা প্রসঙ্গে বক্তব্য
দেশের বিভিন্ন মাজারে হামলা ও সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, “শোনা যায়, কিছু মাজারে ইসলামবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ড ঘটে। আমরা চাই, সরকার এসব কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নিক। তবে হেফাজত কখনোই আইন নিজের হাতে তুলে নেবে না।”
হেফাজতের পাঁচ দফা দাবি
সংবাদ সম্মেলনে সংগঠনটি পাঁচটি দাবি উত্থাপন করে। দাবিগুলো হলো—
1. ৫ মে-কে ‘শাপলা চত্বর গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণা করা।
2. প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের বিধিমালা বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধিমালা প্রবর্তন।
3. পবিত্র কোরআন ও ইসলাম ধর্ম অবমাননার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আইন প্রণয়ন।
4. ২০১৩ সালের শাপলা অভিযান ও ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনে নিহতদের ‘শহীদ’ হিসেবে স্বীকৃতি এবং ইতিহাসে অন্তর্ভুক্তি।
5. জুলাই সনদে এসব ঘটনাবলি অন্তর্ভুক্ত করা।
মামুনুল হক বলেন, “আমরা এসব দাবি শান্তিপূর্ণ উপায়ে ও আইনি প্রক্রিয়ায় আদায়ের চেষ্টা করব। হেফাজত কখনো সংঘাতের পথ বেছে নেবে না।”
—
সংবাদ সংক্ষেপ:
হেফাজতে ইসলাম জানিয়েছে, তারা অরাজনৈতিক সংগঠন হিসেবে নির্বাচনে কোনো জোট বা অংশগ্রহণের পরিকল্পনা করছে না। সংগঠনটি ধর্মীয় ও সামাজিক ইস্যুতে শান্তিপূর্ণ দাবি আদায়ে অটল থাকবে।